ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ইভিএম জটিল প্রক্রিয়া: ড. কামাল

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০ , ০৩:৩৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ইভিএমকে জটিল প্রক্রিয়া অভিহিত করে বলেন, আমার ভোটার নম্বর বের করতে আধা ঘণ্টা সময় লেগেছে। ভোট দিতে লেগেছে ১০ মিনিট। এটা একটা জটিল প্রক্রিয়া। আমার আধা ঘণ্টা সময় লেগেছে, অন্য ভোটাররা ধৈর্য ধরে ভোট দিতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। 

বিজ্ঞাপন

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন কামাল হোসেন।

ড. কামাল হোসেন বলেন, জনগণ ইভিএমের ওপর কোনও আস্থা রাখতে পারছে না। তারা ভাবছে এটা দিয়ে কোনও লাভ হবে না। ভোটারদের উপস্থিতি দেখে আমি মোটেও সন্তুষ্ট নই।  বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, মানুষকে ভোট দিতে বাধা দেয়া হচ্ছে। এরকম অভিযোগ আমিও পেয়েছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, মানুষ ইভিএমের ওপর আস্থা রাখতে পারছে না। ইভিএমে জনগণের রায় প্রতিফলিত হবে কিনা তা পরে বোঝা যাবে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |