• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইভিএম জটিল প্রক্রিয়া: ড. কামাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৬
ইভিএম জটিল প্রক্রিয়া: ড. কামাল
ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ইভিএমকে জটিল প্রক্রিয়া অভিহিত করে বলেন, আমার ভোটার নম্বর বের করতে আধা ঘণ্টা সময় লেগেছে। ভোট দিতে লেগেছে ১০ মিনিট। এটা একটা জটিল প্রক্রিয়া। আমার আধা ঘণ্টা সময় লেগেছে, অন্য ভোটাররা ধৈর্য ধরে ভোট দিতে পারবে কিনা সেটাই দেখার বিষয়।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন কামাল হোসেন।

ড. কামাল হোসেন বলেন, জনগণ ইভিএমের ওপর কোনও আস্থা রাখতে পারছে না। তারা ভাবছে এটা দিয়ে কোনও লাভ হবে না। ভোটারদের উপস্থিতি দেখে আমি মোটেও সন্তুষ্ট নই। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, মানুষকে ভোট দিতে বাধা দেয়া হচ্ছে। এরকম অভিযোগ আমিও পেয়েছি।

তিনি বলেন, মানুষ ইভিএমের ওপর আস্থা রাখতে পারছে না। ইভিএমে জনগণের রায় প্রতিফলিত হবে কিনা তা পরে বোঝা যাবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh