• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

মডেল লরেনের আত্মহত্যার কারণ 

বিনোদন ডেস্ক

  ৩০ আগস্ট ২০২০, ১৭:৫৮
Loren Mendes
ছবি সংগৃহীত

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আজ (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মডেল লরেন মেন্ডেস। এসময় তার মা বাসার বাইরে ছিলেন। ঝুলন্ত অবস্থা থেকে লাশটি নামান তার বাবা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লরেনের পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে একথা জানান গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।

তিনি আরও জানান, লরেন মেন্ডেস খুব স্বাধীনচেতা ছিলেন। যখন-তখন বাড়ির বাইরে যেতেন। এ নিয়ে বাবা-মায়ের সাথে প্রায়ই কথা কাটাকাটি হতো তার। পরিবারের ধারণা, এসব থেকেই লরেন অভিমানে গলায় ফাঁস দিয়েছেন।

‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন মেন্ডেস। এরপর এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

তপু খান ও কণার ‘ঘোর’ নামে একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন লরেন। তার অভিনীত ‘তোমার পিছু ছাড়বো না’ গানটি আলোচিত হয়।

এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমর প্রেম’-এ কাজ করেছিলেন লরেন। সবশেষ সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। গত ২৬ আগস্ট অপূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে এ নাটকের শুটিং করেছিলেন লরেন।

আরও পড়ুন: মডেল লরেনের আত্মহত্যা

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
আবেগঘন চিরকুট লিখে মুক্তিযোদ্ধার আত্মহনন
‘পুষ্পা ২’ না দেখতে দেওয়ায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, অতঃপর...
টিকটক নিয়ে কলহে স্ত্রীর আত্মহত্যা, অল্পের জন্য বেঁচে গেলেন স্বামী