• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

অভিনেত্রী মিষ্টি মুখার্জি আর নেই 

বিনোদন ডেস্ক

  ০৪ অক্টোবর ২০২০, ১১:২৭
Mishti Mukherjee,mishti chakraborty
মিষ্টি মুখার্জি

বলিউডের বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখার্জি আর নেই। বেঙ্গালুরুতে গেল শুক্রবার রাতে মৃত্যু হয় তার। শনিবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মিষ্টি মুখার্জি বলিউডের বেশ কয়েকটি ছবি ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরে কিটো ডায়েট বা প্রোটিনে ডায়েট মেনে চলছিলেন।

তার পরিবারের পক্ষ থেকে একটি শোক বার্তায় বলা হয়েছে, একটানা কিটো ডায়েটের ফলেই কিডনির সমস্যা দেখা গিয়েছিল মিষ্টির। ‘ম্যায় কৃষ্ণা হুঁ’, ‘লাইফ কি তো লাগ গ্যয়ি’-এর মতো ছবিগুলোতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন মিষ্টি।

এছাড়া কাজ করেছেন তেলেগু ছবিতেও। ছবিতে 'আইটেম গার্ল' হিসেবে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

আরও পড়ুনঃ

তিশার ‘বিজয়া’

বাংলাদেশি শিল্পীর গানে আলজেরিয়ান মডেল

২০১৪ সালে তার ও তার পরিবারের নাম জড়ায় পর্নো সিডি সরবরাহ সংক্রান্ত একটি বিতর্কে। মিষ্টির ভাই ও বাবার বিরুদ্ধে অশ্লীল বস্তুর বিক্রির দায়ে ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারায় অভিযুক্ত করা হয়। এছাড়া আনা হয় তথ্য প্রযুক্তি আইনের ৬৬ (এ), ৬৭ (এ), ৬৭ (বি) ধারা। তবে তারা পরে জামিন পেয়ে যান।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ছাদ ভেঙে আহত অর্জুন কাপুরসহ ৬ জন
কেন বলিউড ছাড়ছেন অনুরাগ কাশ্যপ
বলিউডের আলোচিত যত বিয়ে
বলিউডে পা রাখছেন গোবিন্দপুত্র