ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ছেলের প্রেম, পাশে থাকার কথা বললেন নায়িকা শ্রাবন্তী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১ , ০৯:১৯ এএম


loading/img
টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তার ছেলে ঝিনুক, ছবি: সংগৃহীত

টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি স্বামী রোশান সিংয়ের সঙ্গে আলাদা হওয়ার পর তাকে নিয়ে আলোচনা যেন থামছেই না। বরং আলোচনার রসদ যোগাচ্ছেন শ্রাবন্তী নিজেই।

বিজ্ঞাপন

শ্রাবন্তীকে নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনার জন্ম দিলেন তার একমাত্র ছেলে। জানা গেল, গোপনে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক। তার ইনস্টাগ্রামে খবরের সত্যতাও মিলেছে। প্রেমিকার সঙ্গে ছবিও শেয়ার করেছেন। এ ঘটনায় শ্রাবন্তীর ভক্তরা তো বটেই টালিউড যেন আলোচনার নতুন রসদ পেলো।

জানা গেছে, নতুন বছরে প্রেমিকার ছবি প্রকাশ্যে এনেছেন। শুধু তাই নয়, আরও জানা গেলো শুধু এক কিংবা দুই বছর নয়, মডেল দামিনী ঘোষের সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন ঝিনুক। টালিপাড়ায় তাই এখন বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

অপরদিকে, ছেলে যাই করুক না কেন তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন মা শ্রাবন্তী চ্যাটার্জি। ঝিনুক কী মায়ের মতো অভিনয়ে আসবে? এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘ও এখন বাড়িতেই পড়াশোনা করছে। অনলাইনে ক্লাস করছে। ও একটু মিউজিক লাভার। মিউজিক পছন্দ করে। সারাক্ষণ গান শোনে। ওর যেটা করতে ইচ্ছা করবে ও সেটাই করবে। আর আমি সব সময় ওর পাশে থাকব।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |