ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

অভিনেতার মানিব্যাগ ফিরিয়ে দিলেন রাজমিস্ত্রি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ১২:১৯ পিএম


loading/img

টালিউড অভিনেতা সাহেব ভট্টাচার্য তার হারিয়ে যাওয়া মানিব্যাগ ফেরত পেয়েছেন। এমনকি মানিব্যাগের ভেতরে থাকা কাগজপত্র, এটিএম কার্ড এবং টাকা যা ছিল, তার কিছুই হারায়নি। অভিনেতার হারিয়ে যাওয়া মানিব্যাগটি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন এক রাজমিস্ত্রি।

বিজ্ঞাপন

জানা যায়, রোববার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ভবানীপুর থানার কাছে জিমের সামনে গাড়ি রেখে ভেতরে যান সাহেব। ঘণ্টাদেড়েক শরীরচর্চা সেরে তিনি নিচে নামেন। গাড়িতে উঠে দেখেন সেখান থেকে তার মানিব্যাগটি উধাও। অথচ, গাড়ির চারটি দরজাই বন্ধ ছিল। এমনকি চার জানালার কাঁচও তোলা ছিল।

সাহেবের ভাষ্য, ‘গাড়ি লক করা ছিল। ভাঙচুরও হয়নি। কিন্তু ভেতর থেকে মানিব্যাগ উধাও! এটা যে কীভাবে সম্ভব, জানি না। থানার এত কাছে, দিনে দুপুরে এভাবে চুরি হলো- ভেবেই অবাক লাগছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যে বা যারা এই কাণ্ডটি ঘটিয়েছে, তারা নিশ্চয় খুবই দক্ষ। তা না হলে এ ভাবে চুরি করতে পারত না!’

দিনে-দুপুরে ঘটে যাওয়া এমন ঘটনায় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন সাহেব। ঘণ্টাকয়েকের মধ্যেই পেয়েছেন ফলাফল। পেশায় রাজমিস্ত্রি এক ব্যক্তি ভবানীপুরের রাস্তায় অভিনেতার মানিব্যাগ খুঁজে পেয়ে থানায় জমা দেন। এরপর থানা থেকে সাহেবকে ফোন দেওয়া হয়। অভিনেতা থানায় এসে তার হারিয়ে যাওয়া মানিব্যাগ বুঝে নেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন

এনএস/টিআই
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |