আজান বিতর্ক: টুইটার ছাড়লেন সনু নিগম
কিছু দিন আগে টুইটারে আজান নিয়ে নিজের মত প্রকাশ করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ভারতের প্রথ্যাত সংগীত শিল্পী সনু নিগম। এবার নিজেই টুইটার ত্যাগ করলেন তিনি।
টুইটে মুসলিমদের ফজরের আজানের ওপর ক্ষোভ প্রকাশ করে সনু নিগম লেখেন, ‘ঈশ্বর সবার মঙ্গল করুন! আমি তো মুসলিম নই। তবে আমাকে কেন সকাল বেলা আজান শুনে ঘুম থেকে উঠতে হবে? বাধ্যতামূলক ধর্ম পালন ভারতে কবে বন্ধ হবে?'
এরপরের টুইট, 'আমি মনে করি কোনো ধর্মালয়েই বিদ্যুৎ ও মাইক ব্যবহার করা ঠিক নয়।'
এরপরই কলকাতার এক ইমামের কড়া সমালোচনার মুখে পড়েন সনু। ওই ইমাম সনু’র মাথা মুড়িয়ে জুতোর মালা গলায় পড়ানোর ফতোয়া জারি করে।
প্রতিবাদে নিজেই মাথা মুড়িয়ে নেন সনু। কিন্তু সেখানেই ক্ষ্যান্ত থাকেন তিনি।
পরে ওই ইমাম সনুকে দেশ ছাড়া করারও ফতোয়া জারি করেন। ঘটনাটি নিয়ে বেশ কিছুদিন আলোচনা-সমালোচানায় থাকে।
অন্যদিকে নারীর উদ্দেশ্যে ‘কুমন্তব্য’ করায় বলিউডের আরেক গায়ক অভিজিৎ ভট্টাচার্যের অ্যাকাউন্টও সাসপেন্ড করে টুইটার।
অভিজিৎ নারীদের বিরুদ্ধে ‘অশালীন’ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ জানিয়েছিলেন অনেকেই। তার পরই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
নিজের পদক্ষেপের জন্য সনু নিগম বুধবার ২৪টি টুইট করেন। এতে তিনি জানিয়েছেন, ‘টুইটারে নিজের মতপ্রকাশের স্বাধীনতা যেন হারিয়ে যাচ্ছে। কিছু বললেই, তা নিয়ে বিতর্ক দানা বাঁধছে। তাই টুইটার ছেড়ে দিলাম।’
তবে অনেকেই মনে করছেন আজান বিতর্কের জেরেই হয়তো এই সিদ্ধান্ত নিলেন সনু। এ নিয়ে টুইটও হচ্ছে অনেক।
-
সনু নিগমকে মাথা কামাতে বলা মৌলভীকে 'হত্যার হুমকি'
- মৌলভীকে চ্যালেঞ্জ করে মাথা ন্যাড়া করলেন সনু
- আজান টুইট করলেন সনু নিগম (ভিডিও)
- আজান নয়, সনুর আপত্তি লাউডস্পিকারে
- সন্ধ্যায় আজানের সময়টাই সবচে’ প্রিয় : প্রিয়াংকা (ভিডিও)
- আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুর : পিন্টু ঘোষ
ওয়াই/
মন্তব্য করুন