'বেলাশেষে' দেখে মুগ্ধ হয়েছিলেন বাঙালি। আর তাই 'বেলাশুরু' দেখার অপেক্ষায় প্রহর গুনেছেন। দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার পালা শেষে গত শুক্রবার (২০ মে) মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতা জুটি পরিচালিত সিনেমাটি। এবারও বিশেষ একটি চরিত্রে পর্দায় হাজির হয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। দুটি সিনেমাতেই তার অভিনয় প্রশংসিত হয়েছে।
ছোট-বড় দুই পর্দাতেই প্রশংসিত এই অভিনেতার হাতে এখনও বেশ কিছু কাজ জমা আছে। তবুও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওটিটিতে কাজের সুযোগ চেয়েছেন তিনি। প্রয়োজনে অডিশন দিতেও রাজি এই অভিনেতা।
গত রোববার (২২ মে) ফেসবুক স্ট্যাটাসে অনিন্দ্য লিখেছেন, 'বেলাশুরু বা অন্য কোনো সিনেমায় আমার অভিনয় দেখে যদি কোনো সহৃদয় ডিরেক্টর আমাকে ওটিটির জন্য ভাবেন তাহলে খুব খুশি হব, অডিশনও দেব। ওটিটিতে কাজ করতে চাই কিন্তু কেউ ভাবেই না আমাকে নিয়ে। আমার তো ইচ্ছে করে বাকিদের মতো ওয়েব সিরিজ করতে। অগত্যা ফেসবুকেই লিখলাম। যদি কোনো ডিরেক্টরের চোখে পড়ে যাই।'
তিনি আরও লেখেন, 'কাজ চাইতে আমার লজ্জা নেই। আর অতো বড় আর্টিস্টও আমি হয়ে যায়নি। এবার দেখি আমার ভাগ্য খোলে কি না।'
'বেলাশেষে' ও 'বেলাশুরু' দুটি সিনেমাতেই অনিন্দ্যর অভিনয় প্রশংসিত হলেও এই অভিনেতার বিশেষ এক আক্ষেপ রয়েছে। তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া আবেগঘন এক স্ট্যাটাসে সেই আক্ষেপের চিত্রই তুলে ধরেছেন।
অভিনেতার ভাষ্য, বাবা 'বেলাশেষে' দেখে বেরিয়ে বলেছিল 'ইস তোর মাকে যদি বেলাশেষে দেখাতে পারতাম, কিন্ত সে আর হলো কই? চলে গেল তো মানুষটা।' এদিকে 'বেলাশুরু' রিলিজ হলো, এখন বাবাও নেই। ইস বাবা-মাকে যদি দেখাতে পারতাম 'বেলাশুরু'। কিন্তু তা আর হলো কই? দুজনেই তো চলে গেল।'