হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘মীরাক্কেল’ খ্যাত কমেডিয়ান ও অভিনেতা জামিল হোসেন।
শুক্রবার (১৫ জুলাই) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে তাকে। অভিনয়শিল্পী সংঘের কার্যকরী পরিষদের সদস্য অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
হাসপাতালের বিছানায় শুয়ে ভিডিওবার্তা দিয়েছেন জামিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঊর্মিলা লিখেছেন, ‘সবার কল রিসিভ করতে পারছি না, দুঃখিত। জামিল ভাই আগের থেকে কিছুটা ভালো আছেন। হার্ট অ্যাটাক হয়েছে ডক্টর কনফার্ম করেছেন। বাকি চিকিৎসা চালু আছে। সবাই দোয়া করবেন।’
৫ সেকেন্ডের সেই ভিডিওবার্তায় জামিল বলেন, ‘ভালো আছি। সবাই দোয়া করবেন।’
গত তিন ধরেই অসুস্থ জামিল। তিনি বাসাতেই ছিলেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে তার অবস্থা গুরুতর হলে একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর অভিনেতা ডা. এজাজুল ইসলামের পরামর্শে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়।