স্বামীকে নিয়ে তোপের মুখে জনপ্রিয় অভিনেত্রী
কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। সদ্যই স্বামী অণুরণের সঙ্গে নতুন জীবনে পা রেখেছেন এই অভিনেত্রী। কিন্তু বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে তোপের মুখে জনপ্রিয় অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সাতপাকে বাঁধা পড়েন ‘তোমায় আমায় মিলে’ খ্যাত এই অভিনেত্রী। তার স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
এখন পর্যন্ত রুশা বিয়ের ছবি শেয়ার না করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ঠিকই ভাইরাল হয়ে গেছে তাদের বিয়ের ছবি। এই জুটির বিয়ের আসরে উপস্থিত ফটোগ্রাফাররা ছবি শেয়ার করতেই দ্রুত সেগুলো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
আর এতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রুশা। তাদেরকে যেমন শুভেচ্ছা বার্তা জানাচ্ছে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। তেমন অভিনেত্রীর স্বামীকে ঘিরে ট্রলিংও হচ্ছে বেশ। তাদের বিয়ের ছবির নিচে জমা হয়েছে বহু কমেন্ট।
তবে ট্রলের মূল বিষয় রুশা নন, অভিনেত্রীর স্বামী অনুরণ রায়চৌধুরী। তাদের বিয়ের ছবি দেখে অনেকেই মন্তব্য করেছেন, তাদের দুজনকে নাকি একদম মানায়নি। একজন লিখেছেন, ‘রুশার স্বামীকে দেখে পুরো তার ভাই মনে হচ্ছে। আরেক নেটিজেন লেখেন, একদমই দেখতে বেঁটে লাগছে রুশার বরকে।
প্রসঙ্গত, অবশেষে বাবা-মায়ের পছন্দ করা পাত্রের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন রুশা। আর এ কারণেই বিয়ের আগেই অভিনয় জগতের ইতি টানেন এই অভিনেত্রী। খুব শিগগিরই স্বামী অনুরণের সঙ্গে আমেরিকায় পাড়ি জমাবেন তিনি। সেখানেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন এই জুটি।
খবর : হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন