• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন শাহরুখ  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩
নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন শাহরুখ  

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। ইতোমধ্যে ইন্ডাস্ট্রিতে পার করেছেন ৫৭ বছর। কিন্তু এখনও আগের মতোই নায়কের চরিত্রে পর্দা মাতান এই অভিনেতা।

তবে কোনোদিন নায়ক-নায়িকার বাবার চরিত্রে তাকে দেখা যাবে কি না, প্রায়ই এমন প্রশ্ন উঁকি দেয় শাহরুখের ভক্তদের মনে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ফের টুইটারে ‘আস্ক এসআরকে’ সেশনে ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডায় মাতলেন ‘পাঠান’ খ্যাত এই অভিনেতা। তাদের নানান প্রশ্ন উত্তর দিয়েছেন তিনি।

সেখানে অভিনেতার অনুরাগীরা যেমন রয়েছেন, তেমনই ট্রোল করার লোকের সংখ্যাও কম নয় সোশ্যাল মিডিয়ায়। হঠাৎ এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করেন, আপনি কি এ ভাবেই হিরোর চরিত্রেই অভিনয় করবেন, নাকি কখনও নায়ক-নায়িকার বাবার চরিত্র করার পরিকল্পনাও রয়েছে?
ওই প্রশ্নের জবাবে শাহরুখ যা বলেছেন, ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়েছে।

শাহরুখ এমনিতেই অনেক রসিক মানুষ। কোন কথায় কাকে কীভাবে জবাব দেবেন বা কার সঙ্গে কথা বলবেন, সেটা খুব ভালোই জানা আছে এই অভিনেতার। জবাবে বাদশাহ লেখেন, ‘তুই বাপ হ…আমি হিরোর চরিত্রেই ঠিক আছি।’

আরেক টুইটার ব্যবহারকারী শাহরুখকে উপদেশ দিয়ে বলেন, আপনার বয়স অনুযায়ী চরিত্রে অভিনয় করা উচিত। ওই অনুরাগীকে পাল্টা জবাবও দেন বলিউড বাদশাহ। তিনি বলেন, ‘তিনি হিরো ছিলেন, আছেন, থাকবেন।

দীর্ঘদিন বিরতির পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন শাহরুখ। আর ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেতা। রীতিমতো বক্স-অফিসে ঝড় তুলেছেন তার এই ছবিটি। মুক্তির সাত দিনে বক্স-অফিসে এখন পর্যন্ত আয় করেছে ৭০০ কোটি টাকারও বেশি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসসি পাসেই চাকরি দিচ্ছে ওয়ালটন
শাহরুখের থাপ্পড় ইস্যুতে মুখ খুললেন হানি সিং
এইচএসসি পাসে ইবনে সিনায় চাকরির সুযোগ, থাকবে ওভার টাইম
চাকরি দেবে ওয়ালটন