আসছে স্বাধীনতার মাসেই মুক্তি পাবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত দুইটি চলচ্চিত্র। শুক্রবার (৩ মার্চ) মুক্তি পেতে যাচ্ছে খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা ৭ জন’। অন্যটি, নির্মাতা ফাখরুল আরেফিন খানের প্রথম মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আন্তর্জাতিক ছবি ‘জেকে ১৯৭১’।
তবে দেশের হলগুলোতে ‘ওরা ৭ জন’ মুক্তির বুকিং পেতে বেশ বেগ পেতে হচ্ছে ছবির নির্মাতাকে। কারণ একই দিনে শাহরুখ খান অভিনীত হিন্দি ছবি ‘পাঠান’ মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। আর এতেই হল পেতে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন খিজির হায়াত।
তিনি বলেন, মুক্তির শেষ সময়ে হল না পাওয়ায় ভীষণ বিপদের মধ্যে রয়েছি।
‘ওরা সাতজন’ ছবিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, শাহরিয়ার ফেরদৌস সজীব, ইমতিয়াজ বর্ষণ, খালিদ মাহবুব তুর্য, খিজির হায়াত খান, সাইফ খান, নাফিস আহমেদ, হামিদুর রহমান, শিবা শানু, আজম খানসহ প্রমুখ।
ইতোমধ্যে দেশে স্বাধীনতার মাসে যেন কোনোভাবেই হিন্দি ছবি মুক্তি না পায় সেজন্য বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘খোলা বার্তা’ও শেয়ার করেছেন এই নির্মাতা।
অন্যদিকে, ১৯৭১ সালে যুদ্ধের সময় দেশের মানুষকে সহযোগিতার জন্য পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান ছিনতাই করেছিলেন ফরাসি যুবক জ্যঁ কুয়ে।
ওই যুবকের দাবি ছিল, বাংলাদেশের মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে। তাহলেই বিমানের সব যাত্রীকে মুক্তি দেওয়া হবে। এমন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত করা হয়েছে ‘জেকে ১৯৭১’।
এর মূল ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এ ছাড়া এতে আরও রয়েছেন অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ অনেকেই।