ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আল্লাহ সবাইকে নিয়মিত রোজা রাখার তৌফিক দিন : জায়েদ খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ , ১১:৫৫ পিএম


loading/img

দেখতে দেখতে চলে এসেছে সিয়াম সাধনার মাস রমজান। শুক্রবার (২৪ মার্চ) থেকে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে। রোজা শুরুর আগেই দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত রোজা রাখা ও নামাজ পড়ার তৌফিক দান করুন।’ সেই পোস্টে মোনাজাতরত একটি ছবিও যুক্ত করেছেন নায়ক।

জায়েদের শুভেচ্ছাবার্তার জবাবে মন্তব্যের ঘরে অনেকেই ‘আমিন’ লিখেছেন। এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ছয় শতাধিক মন্তব্য জমা পড়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়াও একজন লিখেছেন, ‘যারা প্রিয় নায়ককে নিয়ে ট্রল করেন, তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ।’

আরেকজন লেখেন, ‘রমজানের পবিত্রতা সবার দেহ-মনকে পবিত্র করুক, আমিন।’

অন্যজন লিখেছেন, ‘আল্লাহ তুমি সবাইকে সুস্থভাবে রোজা পালনের তৌফিক দান করো, আমিন।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |