ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনে যা বললেন সৃজিত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৯ মে ২০২৩ , ০১:১৮ পিএম


loading/img
ফাইল ফটো

নন্দিত অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনে মুখ খুলেছেন নির্মাতা সৃজিত মুখার্জি। শোবিজে হঠাৎ গুঞ্জন ওঠে বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি।

বিজ্ঞাপন

এতোদিন বিবাহ-বিচ্ছেদের বিষয়টি বেশ চর্চায় থাকেলও চুপ ছিলেন সৃজিত। বরং এসবে কান না দিয়ে মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন গুণী এই নির্মাতা। 

বিজ্ঞাপন

তবে অপেক্ষার অবসান ঘটিয়ে সেখান থেকে সম্প্রতি এক গণমাধ্যমে সৃজিত বলেন, আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনো ভিত্তিই নেই। বর্তমানে আমি মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত আছি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না। 

এর আগেও গেলো বছরের নভেম্বরে গুঞ্জন উঠেছিল ভেঙে যাচ্ছে সৃজিত-মিথিলার  সংসার। সে সময় মিথিলা দাবি করেন, খবরটি সম্পূর্ণই মিথ্যা, অনৈতিক। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন তারা সৃজিত-মিথিলা। বিয়ের দিন শুধুমাত্র তাদের পরিবারের ঘনিষ্ঠজনরাই উপস্থিত ছিলেন।    

বিজ্ঞাপন

 

সূত্র : নিউজ১৮ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |