ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মাত্র ২০ বছর বয়সে স্ত্রীর মৃতদেহ দাহ করেন এই অভিনেতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৬ জুন ২০২৩ , ১০:৫১ এএম


loading/img

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। পর্দায় হাস্যরসের কারণেই ব্যাপক জনপ্রিয় দর্শকমহলে। ইতোমধ্যে ইন্ডাস্ট্রিতে পার করেছেন ২৫ বছর। তবে মাত্র ২০ বছর বয়সে স্ত্রীর মৃতদেহ দাহ করেন এই কৌতুক অভিনেতা। যে যন্ত্রণা আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি সে কথাই প্রকাশ করেছেন রাজপাল যাদব।   

বিজ্ঞাপন

বেশ অল্প বয়সেই বিয়ে করেন এই কৌতুক অভিনেতা। সেই ১৯৯১ সালের কথা, সেই সময়অন্য শহরে গিয়ে কাপড়ের কারখানায় কাজ করতেন তিনি। তার প্রথম স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। মাত্র ২০ বছর বয়সেই সেই স্ত্রীকে হারান এই অভিনেতা। সেই সময় মেয়ের বয়স ১ দিন। সন্তান প্রসব করতে গিয়েই মৃত্যু হয় রাজপাল যাদবের স্ত্রীর। নিজের হাতে স্ত্রীর মৃতদেহ সৎকার করেন। এখনও সেই যন্ত্রণা যেন রয়েছে গিয়েছে তার মনের গহীনে।  

এ রপসঙ্গে রাজপাল বলেন, ওই বয়সে আবেগ নিয়ন্ত্রণে থাকে না। এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কষ্টে করে একটা চাকরি যোগার করেছিলাম কাপড়ের কারখানায়। ভেবেছিলাম সুখের সংসার হবে। কিন্তু স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। এক দিন পরেই ওর সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। কিন্তু তা আর হয়ে উঠল না। কি কপাল আমার! 

বিজ্ঞাপন

প্রথম স্ত্রী মৃত্যুর পরেই শুরু হল তার অভিনেতার হয়ে ওঠার লড়াই। ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’-এ পড়াশোনা শেষ করেছেন তিনি। এরপর একাধিক টিভি শো-তে কাজ করেন রাজপাল যাদব। অবশেষে ২০০০ সালে ‘জঙ্গল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এই অভিনেতা। 

তবে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তার সময় লেগে যায় প্রায় ১৩ বছর। পরে ২০০১ সালে একটি সিনেমার শুটিং করতে গিয়ে আলাপ হয় বর্তমান স্ত্রী  রাধার সঙ্গে। দুই পরিবারের সম্মতিতেই ২০০৩ সালে ফের সাত পাকে বাঁধা পড়েন  রাজপাল যাদব।    
 

সূত্র : আনন্দবাজার  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |