ভোটের টানে দেশে ফিরেছেন মিম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ জানুয়ারি ২০২৪ , ১২:৫৯ পিএম


বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম

আজ রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

এদিন সাধারণ মানুষের পাশাপাশি পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন শোবিজ তারকারাও। এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও। তাই ভোটের টানে দুবাই থেকে দেশে ফিরেছেন তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মিম বলেন, গত ৫ জানুয়ারি দুবাই থেকে দেশে ফিরেছি আমি। আসলে ভোট দিতেই দেশে ফেরা। রাজশাহী-৬ আসনের ভোটার আমি।   

বিজ্ঞাপন

সকালে ভোট দিয়ে ঢাকায় ফিরবেন উল্লেখ করে চিত্রনায়িকা বলেন, সকালে ভোট দিয়েই আবার ঢাকায় ফিরতে হবে। কারণ, অনেক কাজ জমে আছে। এবার কাকে ভোট দেব সেটা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। তবে অফিসিয়ালি সেটা কাউকে জানাতে চাচ্ছি না।

জানা গেছে, গত বছরের শেষে স্বামী সনি পোদ্দারকে নিয়ে দুবাই যান মিম। সেখানেই বর্ষবরণ উদযাপন করেছেন তারা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবিও শেয়ার করেছেন মিম। তবে নতুন বছরের প্রথম সূর্য দেখেই নাগরিক দায়িত্ব পালন করতে ফিরেছেন দেশে এই চিত্রনায়িকা। 

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।

বিজ্ঞাপন

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission