ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মামলা করলেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ০২:০১ পিএম


loading/img
বিদ্যা বালান

ভুয়া ছবি-ভিডিও কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের ফেক আইডির কারণে মাঝে মধ্যেই বিপদে পড়েন তারকারা। এবার বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ইতোমধ্যে অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন তিনি।   

বিজ্ঞাপন

অভিনেত্রীর নামে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার অভিযোগে মুম্বাইয়ের খার থানায় মামলা করেন বিদ্যা বালান। 

ভারতীয় গণমাধ্যমের সূত্র হতে জানা গেছে, অজ্ঞাত এক ব্যক্তি বিদ্যা বালানের নামে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং জিমেইল খুলেছে। এই অ্যাকাউন্ট থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করছে। 

বিজ্ঞাপন

ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ (সি) ধারায় মামলাটি রেজিস্টি করা হয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।    

গত ১৬ ফেব্রুয়ারি প্রণয় নামের এক ব্যক্তি বিদ্যা বালানকে জানান, হোয়াটসঅ্যাপ নাম্বার ৮১০০৫২২৯৫৩ থেকে মেসেজ দিয়ে বলা হয়—আলোচনার মাধ্যমে তাকে কাজের সুযোগ দেওয়া হবে।

পরে অভিনেত্রীর সঙ্গে প্রণয় যোগাযোগ করলে বিদ্যা বালান বলেন, এই নাম্বার আমার নয়। গত ১৭ ও ১৯ ফেব্রুয়ারি আরও কয়েকজন ব্যক্তি অভিনেত্রীকে জানান, তার নামে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। মূলত এ কারণেই থানায় মামলা করতে হয়েছে বিদ্যা বালানকে। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সর্বশেষ ‘নিয়ত’ সিনেমায় দেখা গেছে বিদ্যা বালানকে। গত বছরের ৭ জুলাই মুক্তি পায় এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন— রাম কাপুর, রাহুল বোস, অমৃতা পুরি প্রমুখ।  

বিজ্ঞাপন

সূত্র : এনডিটিভি  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |