অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, চিরকুটে শিক্ষকের নাম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ মে ২০২৪ , ০৬:৫০ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

বছর দুয়েক আগে রহস্যজনক মৃত্যু ঘিরে ধরেছিল টলিউডকে। অল্প দিনের ব্যবধানে বেশ কয়েকজন অভিনেত্রী বেছে নেন অত্মহননের পথ। বিষয়টি নাড়িয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রিকে। এবার ফের সেখানে ঘটল এরকম ঘটনা। সুস্মিতা দাস নামের ২১ বছরের এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিজ্ঞাপন

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২১ বছর বয়সে আত্মহননের পথ বেছে নিলেন সুস্মিত। কলকাতার হরিদেবপুর থানার অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটেছে। তিনি হলদিয়ার বাসিন্দা। তবে কাজের জন্য কলকাতায় থাকতেন। কাজ করেছেন বেশ কয়েকটি সিরিয়ালে। 

এদিকে বসে নেই ভারতীয় পুলিশ। এরইমধ্যে মাঠে নেমেছে তারা। মরদেহর পাশ থেকে যে সুইসাইড নোট পাওয়া গেছে সেখানে অভিনয়ের শিক্ষককে দায়ী করা হয়েছে তার মৃত্যুর জন্য। এ থেকে পুলিশের অনুমান, ব্যক্তিগত কারণে আত্মঘাতী হয়েছে সুস্মিতা।

বিজ্ঞাপন

পুলিশের ধারণা, অভিনয়ের শিক্ষকের সঙ্গে সম্পর্ক ছিল সুস্মিতার। সম্ভবত তাদের মধ্যে কোনো জটিলতা সৃষ্টি হয়েছিল। সেই কারণেই সুস্মিতা আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission