• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘মারা যাওয়ার পর মানুষ আমাকে কতদিন মনে রাখবেন’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ মে ২০২৪, ১১:৩৭
মাম্মতি
মাম্মতি

সংখ্যায় বয়স বাড়লেও কাজে এখনও চিরসবুজ মালায়ালাম অভিনেতা মাম্মতি। ৭২ বছর বয়সেও অভিনয়ে দারুণ সরব তিনি। ১৯৭১ সালে বড় পর্দায় অভিষেক হয় তার। ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশত সিনেমায় অভিনয় করেছেন মাম্মতি।

তবে জীবনের এ পর্যায়ে এসে অভিনয় থেকে অবসর নিতে চান কি না, সম্প্রতি দুবাইয়ের ইউটিউবার খালিদ আল আমেরির এমন প্রশ্নের জবাবে মাম্মতি বলেন, ‘না, কখনোই না। আমি ক্লান্ত বোধ করছি না। মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে চাই।’

মানুষ মরণশীল। তাই প্রকৃতির নিয়মে মাম্মতিকেও মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মারা যাওয়ার পর মানুষ তাকে খুব বেশিদিন মনে রাখবেন না— এমনটাই ভাবেন তিনি।

খালিদকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে মাম্মতি বলেন, ‘মানুষ আমাকে কতদিন মনে রাখবেন? এক বছর? ১০ বছর? ১৫ বছর? তারপর কিন্তু শেষ! পৃথিবীর শেষ দিন পর্যন্ত মানুষ আপনাকে মনে রাখবেন, এমনটা আশা করা মোটেও উচিত নয়। এটা কারও ক্ষেত্রেই সম্ভব হবে না। মহান মানুষদেরও কিন্ত খুব একটা মনে রাখা হয় না।

তিনি আরও বলেন, জীবনে খুব কম সংখ্যক মানুষ আপনাকে মনে রাখবেন। হাজার হাজার অভিনেতাদের মধ্যে আমি একজন। মৃত্যুর পর তারা কীভাবে আমাকে মনে রাখবেন? এ বিষয়ে কোনো আশা নেই।

প্রসঙ্গত, সর্বশেষ মাম্মতি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টার্বো। এতে আরও অভিনয় করেছেন— রাজ বি শেঠি, সুনীল, অঞ্জনা জয়প্রকাশ, কবীর দুহান সিং প্রমুখ। গত ২৩ মে মুক্তি পায় এটি। বর্তমানে দুটো সিনেমার কাজ রয়েছে এই অভিনেতার হাতে।

সূত্র: ইন্ডিয়া টুডে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়