প্যারিস গিয়ে রাশেদ মামুন অপুর সমঝোতা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ , ০৪:২০ পিএম


প্যারিস গিয়ে রাশেদ মামুন অপুর সমঝোতা

বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। নানা কাঠখড় পুড়িয়ে সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। চলচ্চিত্র কিংবা ওটিটি, এমনকি নাটকসহ সব ক্ষেত্রেই নিজের চরিত্রের সঙ্গে মিশে যান এ অভিনেতা। দর্শক চাহিদাকে ছাপিয়ে পরিচালকদের পছন্দের তালিকায় উঠে গেছেন তিনি। সম্প্রতি এই অভিনেতা প্যারিসে গেছেন। সেখানে গিয়ে করেছেন সমঝোতা। চুক্তি করেছেন বাংলাদেশ-ইউরোপের মধ্যে বাণিজ্যের নতুন দরজা উন্মোচনের জন্য।

বিজ্ঞাপন

রাশেদ মামুন অপু জানান, প্যারিসে ‘ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম’ ও ‘ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশন’র সঙ্গে বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থ্রি এ আর মাল্টিমিডিয়া লিমিটেড-এর একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। যে চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ইউরোপে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্যোক্তা সম্মেলন, বিজনেস নাইট, চলচ্চিত্র নির্মাণসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে যৌথভাবে।

বিজ্ঞাপন

প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা গারদো নর্দে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন, ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মনজুরুল হাসান চৌধুরী সেলিম ও চিফ কো-অর্ডিনেটর আবু তাহির এবং থ্রি এ আর মাল্টিমিডিয়া’র চেয়ারম্যান অভিনেতা রাশেদ মামুন অপু।

অভিনেতা অপু বলেন, অভিনয় তো করছিই। শেষ পর্যন্ত করব। পাশাপাশি চেষ্টা করছি আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু ইভেন্ট করার। এবারের সফর ও চুক্তির মাধ্যমে আশা করছি সেই পথ অনেকটাই সুগম হবে।

প্রসঙ্গত, আসছে ১৩ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। এতে রাশেদ মামুন অপু অভিনয় করেছেন ভয়ংকর চরিত্র কোরামিন নামে। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার কয়েকটি নতুন সিনেমা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission