প্রতি বছরের মতো এবারও সরকারি অনুদান দেওয়া হচ্ছে সিনেমা নির্মাণের জন্য। ২০২৩-২৪ অর্থ বছরের জন্য নির্বাচিত ২০টি সিনেমাকে দেওয়া হচ্ছে এই অনুদান। এর মধ্যে ‘জাত’ সিনেমার জন্য অনুদান পাচ্ছেন প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী কাদের (শেলী মান্না)। প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলির ব্যানারে প্রযোজক হিসেবে তিনি এই অনুদান পাচ্ছেন।
বুধবার (১২ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ‘জাত’ সিনেমা নির্মাণের জন্য ৭৫ লাখ টাকা অনুদান দেয় সরকার।
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা নার্গিস আক্তার। তবে অভিনয়শিল্পী হিসেবে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি।
জানা গেছে, হরিজান সম্প্রদায়ের জীবন নিয়ে নির্মিত হবে সিনেমাটি। যেখানে উঠে আসবে এই সম্প্রদায়ের অবহেলিত, বিছিন্ন ও উপেক্ষিত বিষয়গুলো।
প্রসঙ্গত, ২০২৩-২০২৪ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ২০ জনকে সর্বমোট ১৪ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।