সম্পর্ক গড়া ও ভাঙাই তাদের পেশা
বর্তমান সময়ের ছোট পর্দার দুই পরিচিত মুখ আশরাফ সুপ্ত ও মিহি আহসান। এই দুইজন জুটি বেঁধে কাজ করেছেন অসংখ্য নাটকে। ফের তারা একসঙ্গে কাজ করেছেন নতুন একটি নাটকে। অনামিকা মণ্ডলের রচনায় ‘রিলেশন কিপার’ নাটকটি পরিচালনা করেছেন পরিচালক রাজ্জাক রাজ।
নির্মাতা রাজ্জাক রাজ বলেন, আশরাফ সুপ্ত ও মিহি আহসান অভিনীত অসংখ্য নাটক রয়েছে ইউটিউবে। কিন্তু এই নাটকটি দর্শকদের বিনোদনের ক্ষেত্রে আশা করি অন্যরকম মাত্রা যোগ করবে।
রাফি চরিত্রে অভিনয় করা আশরাফ সুপ্ত ও ঋতু চরিত্রে অভিনয় করা মিহি আহসান দুই জনই অন্যরকম ডিজিটাল পেশায় কাজ করেন। একজন রিলেশন গড়তে সাহায্য করেন আর অন্য জন রিলেশন ভাঙতে সাহায্য করেন। আর সেটা করেই তারা টাকা পান। পেশাগত কারনে প্রায় সময়েই একে অন্যের কাজে হস্তক্ষেপ করেন তারা। এদিকে ঋতুর বাবা ঋতুর বিয়ে ঠিক করে। পাত্রের সাথে দেখা করতে গিয়ে ঋতু দেখে পাত্রটি রাফি। ঋতু এখন কি করবে.? এই বিয়ে তো সে করবে না আবার বাবাকে না ও করতে পারবে না। তাহলে বিয়ে ভাঙবেটা কি করে। আর এভাবেই নানা ঘটানার মধ্যদিয়ে এগিয়ে যায় নাটকটি।
সুপ্ত-মিহি ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন, তাবাসসুম মিথিলা, রেশমা আহমেদ, এম কে এইচ পামির, ফারজানা জয়া, পঙ্কজ মজুমদার, নিয়াজ আহমেদ খান টিপু, নাজিম উদ্দীন, সনিয়া জাহান স্বপ্ন, জসিম কায়কোবাদ সহ আরো অনেকে।
আরটিভি /এএ
মন্তব্য করুন