চার দিনে কত আয় করল আল্লু-রাশমিকার ‘পুষ্পা টু’
গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা টু’। প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ২৫০ কোটি রুপির বেশি। যদিও মুক্তির দিনেই কয়েকটি ওয়েবসাইটে সিনেমাটির পাইরেসি ছড়িয়ে গেছে। মূলত এরপরই সিনেমাটির আয় নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বক্সঅফিসে দেখা গেল ভিন্ন চিত্র।
মুক্তির মাত্র ৪ দিনে ভারতীয় বক্সঅফিসে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে ‘পুষ্পা টু’। বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির দিন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এই সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৮৫ কোটি রুপি। যেখানে বিশ্বব্যাপী ‘পুষ্পা টু’র আয় এখন পর্যন্ত ৭৫০ কোটি রুপি।
এ ছাড়াও একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে ‘পুষ্পা টু’। মাত্র ৪ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে প্রায় ৬০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।
হিন্দি ভাষায় সবচেয়ে বড় ওপেনার সিনেমা হিসেবে ‘পুষ্পা টু’র নাম এখন শীর্ষে। মুক্তির প্রথম দিন ৬৫ কোটি ৫ লাখ রুপি আয় করে এতদিন এগিয়ে ছিল শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। ‘পুষ্পা টু’র হিন্দি সংস্করণের আয় ৬৭ কোটি রুপি।
আরটিভি/এইচএসকে/এস
মন্তব্য করুন