ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ঋণখেলাপির দায়ে রাজপাল যাদবের ৩ মাস জেল

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮ , ০২:২৩ পিএম


loading/img

বলিউড অভিনেতা রাজপাল যাদবের তিন মাসের জেল হয়েছে। ঋণখেলাপির দায়ে শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব সাহাই এডলাঁ এই রায় দিয়েছেন।

বিজ্ঞাপন

মুরলি প্রোজেক্ট নামের সংস্থা থেকে ২০১০ সালে রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা পাঁচ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। শর্ত ছিল ২০১১ সালের ৩০ জুনের মধ্যে আট কোটি টাকা ফেরত দেবেন তাঁরা। কিন্তু শর্ত অনুসারে ওই টাকা তারা ফেরত দেননি বলে অভিযোগ তোলে সংস্থাটি। খবর আনন্দ বাজারের।

আর ওই  অভিযোগের প্রেক্ষিতে মামলা গড়ায় দিল্লি হাইকোর্টে। অবশেষে মামলার  রায় দিয়েছে উচ্চ আদালত।

বিজ্ঞাপন

জানা গেছে, হিন্দি সিনেমা ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য সংস্থাটির কাছে থেকে ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব।

রাজপাল কমেডি অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয়। বিল্লু, ক্রেজি ৪, ভূতনাথ, মালামাল উইকলি, পহেলি, কাল হো না হো, ভুল ভুলাইয়্যা, লাভ ইন নেপাল, শ্রেষ্ঠ বাঙালিসহ অনেক ছবিতেই অভিনয় করেছেন।
 

আরও পড়ুন :

বিজ্ঞাপন

এম/এসআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |