ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

‘কেমন আছে ফারিয়া’

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ , ০৫:০৭ পিএম


loading/img

এক সময়ের বেশ নামী চিত্রনায়িকা ফারিয়াকে অনেক বছর খুঁজে পাওয়া যায় না। না তার কর্ম-জীবনে, না ব্যক্তিগতভাবে। কোথায় তার অবস্থান তা কেউই জানে না। এতো বড় একজন চিত্রনায়িকা হঠাৎ করে উধাও।

বিজ্ঞাপন

কেউ তার খোঁজও দিতে পারে না। পত্রিকায় এ নিয়ে অনেকবার বিভিন্ন লেখাও বেড়িয়েছে। তবে সেসব অনেকটা মনগড়া কিংবা ভিত্তিহীন খবর।

এমনই এক বাস্তবতায় তপু নামের একজন বিনোদন সাংবাদিক তাকে আবিষ্কার করেন থাইল্যান্ডের পাতায়ায়। ফারিয়া বর্তমানে ওখানের একটি কোম্পানীতে কাজ করেন। ফারিয়ার সাথে পরিচয় ঘটে তপুর। তপু জানতে চায় কেন তিনি এত বছর আত্মগোপন করে এখানে রয়েছেন?  

বিজ্ঞাপন

কোনও উত্তর মেলে না ফারিয়ার। তিনি তার আগের জীবনকে ভুলে থাকতে চান। এভাবেই গল্পের ধারাবাহিকতা চলতে থাকে ‘কেমন আছে ফারিয়া’ নাটকের।

থাইল্যান্ডে দৃশ্যধারণ করা নাটকটি শুক্রবার (১ মার্চ) রাত ৮টায় প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে। দয়াল সাহা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ ও ফারহান আহমেদ জোভান। আরও রয়েছেন ফারহাদ বাবু, মাহবুব শাহীনসহ অনেকে।

এম/এমকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |