• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিভিন্ন ভাষাভাষীদের নিয়ে শহিদ দিবসের অনুষ্ঠান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিভিন্ন ভাষাভাষী, সাংস্কৃতিক পরিবেশনা
শিল্পীদের নৃত্য পরিবেশনের মুহূর্ত।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত বিশ্বের বিভিন্ন ভাষাভাষীরা একটি সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠানের শুরুতে শিল্পীরা শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন ভাষাভাষীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বাংলাদেশে অবস্থানরত বিশ্বের বিভিন্ন ভাষাভাষীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে রাত ৮টায় সাংস্কৃতিক পরিবেশনায় সমবেত সঙ্গীত, একক সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেপাল, মালদ্বীপ, স্পেন ও কনফুসিয়াস ইনস্টিটিউট, চীন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, কোরিয়া, জাপান, ইরান কালচারাল সেন্টার, ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টার, কিরগিজস্তানের শিল্পীরা। শিল্পী ইয়াসমিন আলীর পরিচালনায়ও ঢাকা সাংস্কৃতিক দলের শিল্পীবৃন্দ বিশ্বের বিভিন্ন ভাষার গান পরিবেশন করেন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়েতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ভিয়েতনামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ফিনল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মিয়ানমারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
X
Fresh