• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২০০ পরিবারের পাশে সালমার সাফিয়া ফাউন্ডেশন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০২০, ১৩:০৩
মৌসুমী আক্তার সালমা
মৌসুমী আক্তার সালমা

দেশের মানুষ করোনাভাইরাসের কারণে ঘরবন্দি। তাদের একটা বিরাট অংশ অসহায় অবহেলিত বা দিন এনে দিন খায়।

আর এই সব মানুষের পাশে সমাজের বিত্তবানদের পাশাপাশি শোবিজ তারকারা নিজেদের অবস্থান থেকে সেরাটা দিয়ে কাজ করছেন।

এবার করোনায় অসচ্ছল মানুষদের পাশে দাঁড়ালেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা তার স্বামী সানাউল্লাহ নূরী সাগর। তাদের সেবামূলক প্রতিষ্ঠানসাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে গতকাল থেকে ঢাকা আশে-পাশের অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন সালমা।

২০০ পরিবারের মধ্যে নিজ হাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন সালমা।

এ ব্যাপারে সালমা আরটিভি অনলাইনকে বলেন, করোনা ভাইরাসের কারণে দিনমজুররাই বেশি বিপদে পড়েছেন। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে তারাও যেন পাশের বাড়ির মানুষটি কেমন আছে সেই খোঁজ নেন। অসহায়দের সহায়তা করেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh