• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যে গ্রামে জমি কিনেছিলেন ইরফান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ মে ২০২০, ১৯:২১
irfan khan, actor, bollywood,
ছবি সংগৃহীত

বলিউডের পাশাপাশি হলিউডের সিনেমাতেও অভিনয় করেছেন ইরফান খান। সহকর্মীদের অনেকেই বলেছেন, তিনি এত বড় মাপের অভিনেতা, এত বড় মানুষ কিন্তু কখনও সেটি বুঝতে দেননি।

সত্যি ইরফান খান পর্দায় যেমন নায়ক ঠিক তেমনি বাস্তব জীবনেও নায়ক তিনি। মহারাষ্ট্রের লগতপুরী গ্রামের মানুষের কাছে প্রয়াত বাস্তবেও নায়ক ছিলেন। গ্রামের মানুষের কাছে সেই বাস্তব নায়কের আসল রূপ ফুটে উঠে। জানেন কি, এই গ্রামের মানুষেরা যখই বিপদে পড়েছেন, পাশে এসে দাঁড়িয়েছিলেন ইরফান ।

শুধু তাই নয়, গ্রামের শতাধিক ছাত্র-ছাত্রীর পড়াশুনোর দায়িত্বও নিয়েছিলেন ইরফান। তাইতো নায়কের মৃত্যু গ্রামবাসীকে কাঁদাচ্ছে।

গ্রামবাসী তাদের প্রিয় মানুষ ও সত্যিকার হিরোকে শ্রদ্ধা জানানোর জন্য গ্রামের নতুন নাম দিয়েছেন হিরো-চি-ওয়াদি। গ্রামের জেলা পরিষদের সদস্য গোরখে বোড়কে জানান, হিরো-চি-ওয়াদি কথার অর্থ হলো হিরোর প্রতিবেশী। আমরা বরাবরই ইরফানের প্রতিবেশী হয়ে থাকতে চাই। সেই কারণেই গ্রামের নাম পরিবর্তন।