• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘কাউকে এক কেজি চাল দিয়ে ছবি তুলে রাজনীতি করার ইচ্ছে নেই’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০২০, ১৯:১২
dev,
ছবি সংগৃহীত

সাংসদ, অভিনেতা দীপক অধিকারী দেব। শনিবারই পশ্চিম মেদিনীপুরে নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর দেব বলেছেন, ‘আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে আসতে চাইলেও জেলা প্রশাসন এবং জেলার সভাপতি আমায় আসতে না করেছিলেন। তারা জানান, আমি যদি আসি তাহলে আমাকে ঘিরে ভিড় জমবে। তাতে সামাজিক দূরত্ব বজায় থাকাটা নিয়ে সমস্যা হতে পারে। এছাড়া কাউকে এক কেজি চাল দিয়ে তার ছবি তুলে প্রচার বা রাজনীতি করার মতো ইচ্ছে আমার নেই।

এদিকে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ২০০ জন নার্সের চলে যাওয়া প্রসঙ্গে সাংসদ দেব বলেন, ‘যদি অভিনেতা না হয়ে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী হতাম তাহলে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা দেওয়ার কাজ করতাম। এমন একটি সময়ে কেউ যদি চলে যায় কিছু বলার নেই।

তিনি আরও বলেন, তবে আমি হাতজোড় করে অনুরোধ করছি, আপনাদের এই মুহূর্তে থাকাটা জরুরি। আমাদের দিক থেকে যদি কোনও ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের অনেক বেশি বোঝদার, অনেক গুণী, এ রাজ্যে আপনাদের দরকার।