logo
  • ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জন, আক্রান্ত ২৪২৩ জন, সুস্থ হয়েছেন ৫৭১ জন: স্বাস্থ্য অধিদপ্তর

দীপিকার স্বপ্নের নায়ক

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২২ মে ২০২০, ১৪:৫৭ | আপডেট : ২২ মে ২০২০, ১৬:১৭
Deepika Padukone,
ছবি সংগৃহীত
বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়িকা দীপিকা পাড়ুকোন। যেকোনো সিনেমায় দীপিকার উপস্থিতি বাড়তি আগ্রহ তৈরি করে দর্শক মনে। এই নায়িকার একটা সময় রণবীর কাপুরের সঙ্গে প্রেম ছিল। কিন্তু রণবীরকে তিনিই ছেড়ে এসেছিলেন।

শোনা যায় রণবীরের একাধিক নারী আসক্তি এই সম্পর্ক ভাঙার পেছনে অন্যতম কারণ ছিল। অন্যদিকে রববীর সিং এই নায়িকার সঙ্গে প্রেম করার জন্য পিছু লেগে ছিলেন। শেষ পর্যন্ত রণবীর সিংকে বিয়ে করে সুখেই সংসার করছেন তিনি।

এদিকে লাখো তরুণের স্বপ্নকন্যা দীপিকারও একজন স্বপ্নের নায়ক ছিল কে তিনি জানেন? যার ছবিতে রাতে ঘুমাতে যাওয়ার আগে চুমু দিতেন দীপিকা ও তার বোন আনিশা পাড়ুকোন। বলিউডের এই শীর্ষ অভিনেত্রীর সেই প্রিয় নায়ক আর কেউ নন  ‘টাইটানিক’ ছবি খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

অভিনেত্রী বলেছেন, ছোট বোনের সঙ্গে রুম শেয়ার করতাম আমি। একসঙ্গে সোফায় বসে দীর্ঘ সময় খেলা করতাম। আমাদের রুমে  লিওনার্দো ডিক্যাপ্রিওর অনেকগুলো পোস্টার ছিল। রাতে ঘুমাতে যাওবার আগেই সেই পোস্টারে গুডবাই কিস দিয়ে ঘুমাতে যেতাম।

লকডাউনে মুম্বাইতে স্বামীর সঙ্গে ঘরবন্দি সময় কাটাচ্ছেন দীপিকা। বর্তমানে শরীর চর্চা, রান্না, সিনেমা দেখে তার সময় কাটছে।  

এম   

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৭৫৬৩ ১২১৬১ ৭৮১
বিশ্ব ৬৫৬৮৫১০ ৩১৬৯২৪৩ ৩৮৭৯৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়