• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বলিউডের গীতিকার যোগেশ গৌর আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০২০, ১৮:১৯
Yogesh Gaur
ছবি সংগৃহীত

বলিউডের অনেক হিট গানের গীতিকার যোগেশ গৌর মারা গেছেন। শুক্রবার সকালেই বলিউডের অন্দরে এই খবরটি প্রকাশ পায়। ৭৭ বছর বয়সে চলে গেলেন এই বরেণ্য গীতিকার।

তার মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। তিনি লিখেছেন, ‘যোগেশের লেখা গানে আমিও গান গেয়েছি। তার লেখা গানগুলো ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো ...।’

আনন্দ ছবির মুকেশের গলায় গাওয়া গান ‘কহি দূর যব দিন ঢল যায়ে ।’ সলিল চৌধুরীর সুরে সে গান আজও একই রকম ম্যাজিক তৈরি করে দিয়ে যায়। সেই গানেরই শব্দের জাদুকর ছিলেন যোগেশ গৌর।

১৯৭০ সালে তার হাতে তৈরি হয়েছিল হিন্দি ছবির অনেক জনপ্রিয় গান। এর মধ্যে অন্যতম মিলি, রজনীগন্ধা, এক ছোটি সি বাত-এর মতো ছবিতে তার গান মুগ্ধ করেছিল সিনেমাপ্রেমী মানুষদের। বেশির ভাগ সময় পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছবির জন্যই গান লিখতেন যোগেশ।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রীতি জিনতার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
অস্ত্রোপচার করে চেহারা পাল্টে ট্রলের শিকার রাজকুমার রাও
‘ইন্ডাস্ট্রি কারো বাবার নয়’
X
Fresh