• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘প্রত্যেকটি মুহূর্ত আপনাকে মিস করি’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুন ২০২০, ১৮:২১
'I miss you every moment'
কোনও এক মুহূর্তে আজম খান ও আসিফ আকবর

দেখতে দেখতে নয়টি বছর চলে গেল আজম ভাই। সময় কিভাবে চলে যায়!!! আপনার সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত মিস করি। আপনার গানের ভাষায় আমরা এখনও সেই ভাঙ্গাদেশেই আছি। আপনার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। মহান আল্লাহ আপনার আত্মার শান্তি দিন।

বাংলার পপ সঙ্গীতের কিংবদন্তি আজম খানকে নিয়ে কথাগুলো বলেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

আজম খান ২০১১ সালের ৫ জুন সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। আজ তার ৯ম মৃত্যুবার্ষিকী। ২০১০ সালে তিনি ক্যানসার আক্রান্ত হন। ২০১১ সালের ৫ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই পপসম্রাট।

আজম খানের ১৭টি গানের অ্যালবামসহ বেশ কিছু মিক্সড অ্যালবাম প্রকাশ হয়। আজম খানের অসংখ্য জনপ্রিয় গানের মাঝে উল্লেখযোগ্য কিছু গান হলো- আমি যারে চাইরে, অভিমানী তুমি কোথায়, একদিন-তো চলে যাবো, জীবনে কিছু পাবো নারে, আসি আসি বলে তুমি আর এলে না, ও চাঁদ সুন্দর চাঁদ, চুপ চুপ অনামিকা চুপ, হারিয়ে গেছো খুঁজে পাবো না, ঘুম আসেনা ইত্যাদি।
আজম খান ১৯৭৪-১৯৭৫ সালের দিকে বাংলাদেশ টেলিভিশনে ‘রেললাইনের ওই বস্তিতে’ শিরোনামে গান গেয়ে হইচই ফেলে দেন।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরস্কারের ঘোষণা দিলেন আসিফ আকবর
এক যুগ পর ভোট দিলেন আসিফ আকবর
পপগুরু আজম খানের ৭৪তম জন্মদিন আজ
X
Fresh