বিয়ের আগে ’পাবলিক ডিসপ্লে অব অ্যাফেকশন অর্থাৎ প্রকাশ্যে ভালবাসা প্রদর্শন’ তো অনেকেই করে থাকেন। তবে বিয়ের ২০ বছর পর স্ত্রী-র প্রতি গভীর ভালোবাসা! করে দেখালেন অক্ষয় কুমার।
রোববার (১৭ জানুয়ারি) ছিল তাঁর ও টুইঙ্কল খন্নার ২১তম বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে অক্ষয় হাজির হলেন সামাজিক মাধ্যমে।
অক্ষয় কুমার প্রিয় স্ত্রীকে নিয়ে লিখলেন, গত ২০ বছরে অনেক কিছুই ঘটেছে তাঁর জীবনে। তবে একটা বিষয়ে কোনও দিন দ্বিধাগ্রস্ত হননি তিনি। জীবনসঙ্গী হিসাবে টিনা অর্থাৎ টুইঙ্কল খন্নাকে পাওয়ার ব্যাপারে। বিয়ের ২০ বছর পেরিয়ে তাই স্ত্রীকে প্রকাশ্যে ধন্যবাদ দিয়ে অক্ষয় বললেন, এখনও আমার মনে ঢেউ তোলো তুমি। আবার কখনো বিরক্ত করে মাথা খারাপও করে দাও। তাও বলব, যদি আবার বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে এ গুলোই বেছে নেব আমি। কারণ আমি জানি, তুমি কাছে আছো মানেই হাসিও খুব একটা দূরে নেই।
স্ত্রীকে লেখা এই শুভেচ্ছা বার্তায় নিজের আর টুইঙ্কল খন্নার একটি ছবি শেয়ার করেছেন অক্ষয়। ডাকনামে ডেকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী থেকে লেখিকা হওয়া টুইঙ্কলকে।
জিএম