ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৩৫ পিএম


ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ফ্ল্যাট থেকে জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

বিজ্ঞাপন

নিউইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (২৬ ফেব্রুয়ারি) তারা ফোনকল পেয়ে ম্যানহাটনে একটি অ্যাপার্টমেন্টে যান। সেখান থেকেই অচেতন অবস্থায় মিশেলকে উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, পুলিশের তথ্যমতে, অভিনেত্রীর পেছনে কোনো সন্দেহজনক কারণ পাওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

জানা গেছে, সম্প্রতি লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল অভিনেত্রীর।
 
অন্যদিকে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিশেল ট্রাকটেনবার্গ আমাদের মাঝে নেই। পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হচ্ছে।

ট্রাকটেনবার্গ ৯ বছর বয়সে অভিনয় শুরু করেন ‘দ্য অ্যাডভেঞ্চারস অব পিট অ্যান্ড পিট’ সিরিজের মাধ্যমে।

১৯৯৬ সালে ‘হ্যারিয়েট দ্য স্পাই’ সিনেমায় তার প্রথম বড় পর্দার অভিষেক হয়। ৯০ ও ২০০০-এর দশকে শিশুশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি সবচেয়ে বেশি পরিচিত ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’-এ ডন সামারস চরিত্রে এবং ‘গসিপ গার্ল’-এ জর্জিনা স্পার্কস চরিত্রে অভিনয়ের জন্য। এ ছাড়া তিনি ‘ইউরোট্রিপ’, ‘আইস প্রিন্সেস’ এবং ‘কিলিং কেনেডি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

বিজ্ঞাপন

এদিকে, ট্রাকটেনবার্গের মৃত্যুতে বিনোদন জগতের অনেক তারকা শোক প্রকাশ করেছেন।

‘গসিপ গার্ল’-এর সহ-অভিনেত্রী ব্লেক লাইভলি লিখেছেন, সে ছিল প্রাণবন্ত, দয়ালু ও ভীষণ মেধাবী। এই খবর হৃদয়বিদারক। ‘বাফি’ সহ-অভিনেতা জেমস মার্স্টার্স লিখেছেন, মিশেল ছিলেন বুদ্ধিমান, হাসিখুশি ও অত্যন্ত প্রতিভাবান। তার মৃত্যু বড় এক ক্ষতি।

আরটিভি/এএ/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission