ছড়িয়ে পড়েছে ভুয়া বক্তব্য, প্রতিবাদ জানালেন প্রযোজক ইকবাল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০১:৩৫ পিএম


ছড়িয়ে পড়েছে ভুয়া বক্তব্য, প্রতিবাদ জানালেন প্রযোজক ইকবাল
ছবি: সংগৃহীত

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে মুক্তি দেওয়া হয় নতুন সিনেমা ও নাটক। এবারের কোরবানির ঈদেও তার ব্যতিক্রম নয়। এই ঈদে মুক্তি পেয়েছে ছয়টি চলচ্চিত্র। যার মাঝে দর্শকপ্রিয়তায় এগিয়ে আছে শাকিব খানের ‘তাণ্ডব’।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি মাল্টিপ্লেক্সে আশানুরূপ দর্শক পেলেও সিঙ্গেল স্ক্রিনে পাচ্ছে না। কোনো কোনো সিনেমা হলে ভুগছে দর্শক খরায়। 

এদিকে, প্রযোজক ইকবাল বরাবরই শাকিব খানের সমালোচনায় মুখর থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। ‘তাণ্ডব’ চলচ্চিত্র দেখে এসে তুমুল সমালোচনা করে বললেন, ‘তাণ্ডব’ কোনো সিনেমা নয়, সিনেমা হয়নি।এটা নাটক। এটার মধ্যে নাটক নাটক ভাব আছে। মানে ওটিটি প্ল্যাটফরমের মতো। 

বিজ্ঞাপন

সাবিলা নূরকে নায়িকা হিসেবে একেবারে বেমানান হয়েছেন বলে মনে করেন এই প্রযোজক। তিনি বলেন, টেলিভিশনে যাকে আমি ফ্রি দেখতে পারি তাকে আমি কেন ভাই টাকা দিয়ে টিকিট কিনে কেন দেখব? টেলিভিশনে যখন-তখন দেখা যায়। টেলিভিশনের শিল্পী দিয়ে কোনো সিনেমা হয়?

ইকবাল বলেন, যারা সিনেমা করেন, তাদের কোনো বিজ্ঞাপনে, টেলিভিশনের নাটকে বা কোনো অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না। তারা থাকবেন ঘরের মধ্যে। এটা আমি নায়কদেরও বলি, নায়িকাদেরও বলি। অভিনেতা আলমগীরকে কি টেলিভিশনে নিতে পারছে? এখনো তিনি কিন্তু হিরোইজম ধরে রাখছেন।

এদিকে একটি মন্তব্য ইকবালের বলে ছড়িয়ে পড়েছে। সেটি হলো নাটকের শিল্পীদের বেডরুমে পছন্দ করি, সিনেমা হলে না। তবে এই প্রযোজকের দাবি তিনি এ ধনের কথা বলেইনি।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে এই প্রযোজক বলেন, আমার ফেক আইডি থেকে হয়তো কেউ এমন পোস্ট করেছে। আমি এমন মন্তব্য কোথাও করিনি। আমি সবসময় শিল্পীকে সম্মান করি। আমার আইডি ভেরিফাই না। যে আইডি থেকে করছে। সে আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন এবং আমি আইনগত ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কারা এ ধরনের অপপ্রচার করছে আমি জানি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নাটক ও সিনেমা যে যেখানেই কাজ করুক সবাই শিল্পী। আমার নিজের সিনেমাতেও আমি নাটক করে এমন অনেক শিল্পী নিয়ে কাজ করিয়েছি। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের আইনের আওতায় আনা হবে।

অন্যদিকে যে গণমাধ্যমে প্রযোজক ইকবাল তাণ্ডব সিনেমাটি নিয়ে কথা বলেছেন সেই ফুটেজ বিশ্লেষণ করে কোথাও ভাইরাল হওয়া মন্তব্যটি পাওয়া যায়নি।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission