গুলিবিদ্ধ অভিনেতা আজাদের সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:০৮ পিএম


গুলিবিদ্ধ অভিনেতা আজাদের সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
ছবি: কোলাজ

বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায় সদা হাস্যোজ্জ্বল এই তরুণ এখন ভালো নেই। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে আশুলিয়ায় নিজবাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে ডাকাতির উদ্দেশ্য বাড়িতে একদল দূর্বৃত্তকারী প্রবেশ করলে ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হন আজাদ। পাশাপাশি অভিনেতার স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হন বলেও জানিয়েছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান।

478148631_10228965191528904_3660221152172928504_n

বিজ্ঞাপন

তপু বলেন, ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। এরপর বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।

অভিনেতা আজাদের সবশেষ অবস্থা নিয়ে তপু খান বলেন, আগের চেয়ে কিছুটা ভালো। জ্ঞান ফিরেছে আজাদের। তবে পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়ায় হাসপাতালে আরও বেশ কিছুদিন থাকতে হবে। 

অভিনেতার পাশাপাশি তার মা ও স্ত্রীও ভর্তি। তাদেরও চিকিৎসা চলছে। 

বিজ্ঞাপন

476389024_10228965192568930_5873638647207792856_n

এরআগে নির্মাতা তপু হতাশা প্রকাশ করে সামাজিক মাধ্যমে রোববার (২৩ ফেব্রুয়ারি)  সন্ধ্যায় নিজের ফেসবুকে লিখেন, ঘরের ভেতর কে দেবে নিরাপত্তা? আছে কোন উত্তর? আমার জীবনে শুধু আছে অনেক অনেক ইস্যু। 

এরপর লেখেন, নিজ বাসায় দুর্বুত্তদের টানা গুলিবর্ষণ এ গুলিবিদ্ধ আমার ভাই,এই দেশেরই শিল্পী  আজিজুর রহমান আজাদ। আর তার স্ত্রী ও মা।

আক্ষেপ করে এ নির্মাতা লিখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক মায়া লাগছে। দেশের মানুষের উচিত তাদের সাহায্য করা।

আরটিভি/এএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission