ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ০৮ অক্টোবর ২০২২ , ০৯:১৬ এএম


loading/img

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ১৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ কোটি ৬০ লাখ ৬৩ হাজার ২৫৯ জন।
এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১ হাজার ১৬৬ জনের। 
বিশ্বে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে হয়েছে ৬৫ লাখ ৫৯ হাজার ৩১৭ জনে। 
শনিবার (৮ অক্টোবর) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ২২৯ জনের মৃত্যু হয়েছে।শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫২৪ জন। এরপর প্রাণহানিতে শীর্ষে রয়েছে জার্মান ও রাশিয়া। 
এছাড়া সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মান, তাইওয়ান, ইতালি ও ফ্রান্সে। 
জার্মানিতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১২৯ জনের এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ২৬৫ জন । ইতালিতে মৃত্যু হয়েছে ৬২ জনের এবং শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৬৬৫ জনের দেহে। 

বিজ্ঞাপন

ফ্রান্সে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২২ জনের। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৩৫৭ জন। 
রাশিয়ায় মৃত্যু হয়েছে ১০৪ জনের। এ সময় করোনায় আক্রান্ত হয়েছে ২২ হাজার ২৬৮ জন। 
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |