ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট বললেন মিশেল ওবামা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ , ০৬:৪৬ পিএম


usa election, jo baiden,
ফাইল ছবি

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেনের পক্ষে রায় দেয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

বিজ্ঞাপন

সোমবার ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনের প্রথম রাতে রিপাবলিকান নেতা ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি।

বিবিসির খবরে বলা হয়, মিশেল ওবামা মনে করেন ট্রাম্প চলতি চার বছরের মেয়াদে যে পরিমাণ ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি করেছেন, তার ইতি টানতে ভোটারদের সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনকে বেছে নেয়া উচিত।

বিজ্ঞাপন

ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ‘ভুল প্রেসিডেন্ট’ অ্যাখ্যা দিয়ে সাবেক এ ফার্স্ট লেডি বলেছেন, যখনই আমরা হোয়াইট হাউসের দিকে নেতৃত্ব কিংবা সান্ত্বনা পাওয়ার জন্য তাকিয়েছি কিংবা স্থিরতা দেখতে চেয়েছি, তখনই আমরা পেয়েছি বিশৃঙ্খলা, বিভক্তি এবং সহমর্মিতার ভয়াবহ ঘাটতি।

তিনি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে করোনাভাইরাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে আজ দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। বর্ণবৈষম্য ইস্যুতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন তিনি।

মিশেল আরও বলেন, আমরা যাদি নির্বাচনে এর পরিবর্তন না করি তাহলে পরিস্থিতি এর চেয়েও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission