বিমান ছাড়ার সময় হয়েছে। জেট ব্রিজের মেঝেতে হঠাৎ দুই বোনের মারপিট। কঠিন মল্লযুদ্ধ থামানো বাদ দিয়ে দুই মহিলার মারামারির ভিডিও ক্যামেরাবন্দি করতে শুরু করলেন অন্য যাত্রীরা। পরে সেই ভিডিওই দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
আমেরিকায় রোববার নিউ ইয়র্কের লা গুয়ার্ডিয়া বিমানবন্দরের এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম বলছে, নিউইয়র্ক থেকে বিমানটি যাচ্ছিল আটলান্টা। বিমানে ওঠার পর দুই বোনের কোনও বিষয় নিয়ে মতবিরোধ থেকেই তা রূপান্তরিত হয় মারামারিতে। তবে তাদের কেউ বাধা দিতে দেখা যায়নি ভিডিওতে। মল্লযুদ্ধের ফলাফল কী তা জানা যায়নি।
তবে পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে দুই মহিলাকে বিমান থেকে নামিয়ে দেন। দুই বোনকে ছাড়াই বিমানটি আটলান্টার উদ্দেশ্যে উড়ে যায়।
ডেলটা এয়ারলাইনসের ফ্লাইটি নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুক্ষণ পরে ছেড়ে যায়।
এসজে