অধ্যাপক মাহফুজা খানমকে চেয়ারপারসন এবং জহিরুল ইসলাম জহিরকে সাধারণ সম্পাদক করে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।
শনিবার রাতে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে শুক্রবার সকালে সংগঠনটির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক।
শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, উদীচী সভাপতি ড সফিউদ্দিন আহমেদসহ আরো অনেকে।
এবারের সম্মেলনে সংগঠনটির ৬১টি জেলা থেকে প্রায় পোণে পাঁচশ' আসরের প্রায় ৫ হাজার কর্মী অংশ নেন।
পরে সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ৭৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।
এসজে