বাংলাদেশ

ভারতের সঙ্গে সামরিক চুক্তি হবে আত্মঘাতী : রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৫ মার্চ ২০১৭ , ০২:৩৪ পিএম


ভারতের সঙ্গে সামরিক চুক্তি হবে আত্মঘাতী : রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরে ভারতের সঙ্গে সামরিক চুক্তি হলে তা হবে আত্মঘাতী। বললেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ভারতের সঙ্গে সামরিক চুক্তি হবে জাতীয় স্বাধীনতা বিরোধী। বাংলাদেশের নিরাপত্তা যদি ভারতের ওপর নির্ভর হয় এবং তাদের ইচ্ছা অনুযায়ী প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না।

তিনি বলেন, ভারত সফরে কি চুক্তি হবে তা দেশের জনগণের কাছে প্রকাশ করতে হবে। কোনো গোপন চুক্তি মানুষ মেনে নেবে না। দাসত্বের শৃঙ্খলে বাধার এমন চুক্তি সর্বশক্তি দিয়ে জনগণ প্রতিহত করবে।

বিএনপির এ নেতা বলেন, আমরা আগেই বলেছি, ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এ নিয়ে দেশের মানুষ দুশ্চিন্তায় রয়েছে। প্রতিরক্ষা চুক্তি স্পর্শকাতর বিষয়। এর সঙ্গে দেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত। এই চুক্তির বিষয়ে জনগণ উদ্বেগ-উৎকণ্ঠায় ভুগছে।

রিজভী আরো বলেন, বাংলাদেশ সাবমেরিন কেনার পর ভারত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বেশি চাপ প্রয়োগ করছে। দেশটির সঙ্গে বাংলাদেশের অনেক বিষয় অমীমাংসিত থাকলেও প্রতিরক্ষা চুক্তির জন্য তারা উঠে পড়ে লেগেছে।

বিজ্ঞাপন

এইচটি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.