ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ফিলিস্তিনে করোনা টিকা পৌঁছাতে দিলো না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ , ১১:৪০ এএম


loading/img
ফাইল ছবি

পশ্চিম তীরে ফিলিস্তিন অধ্যুষিত গাজা উপত্যকায় করোনাভাইরাসের দুই হাজার ডোজ টিকা দিয়েছিল রাশিয়া যা সেখানে পৌঁছাতে দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা এ তথ্য নিশ্চিত করে বলেন, গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের। অথচ আন্তর্জাতিক নিয়মনীতিকে অবজ্ঞা করে ইসরায়েল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে।

জানা যায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালানটি আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

বিজ্ঞাপন

অবরুদ্ধ গাজা উপত্যকার করোনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জরুরি-ভিত্তিতে দেয়ার জন্য এগুলো পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, ফিলিস্তিনে এখন পর্যন্ত ১৬ লাখ ৮ হাজার ৪৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ হাজার ৯৩৬ জন।

জিএম/এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |