ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ই'সরায়েল ও ফি'লিস্তিনের যু'দ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ মে ২০২১ , ০৮:৫৫ এএম


loading/img
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করাতে মিশরের মধ্যস্থতার প্রশংসাও করেছেন বাইডেন।

বিজ্ঞাপন

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা আসার পরপর হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত বক্তব্যে বাইডেন এমন সিদ্ধান্তের প্রশংসা করেন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা, দুই পক্ষের সম্পর্কোন্নয়নে ভালো সুযোগ।

বিজ্ঞাপন

ইসরায়েলি মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, মিশরের দেয়া সমঝোতা প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতিতে তারা সম্মত। তবে এই যুদ্ধবিরতি হবে ‘দ্বিপক্ষীয় ও শর্তহীন’।

ইসরায়েলের যুদ্ধবিরতির এই ঘোষণাকে ফিলিস্তিনিদের বিজয় বলে মনে করছে হামাস। অপরদিকে হামাসের এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, ‘ইসরায়েলের এই সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিনিদের বিজয় হয়েছে।’
হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ২টা থেকে তারা যুদ্ধবিরতি কার্যকর করবে। তবে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, কখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে এ নিয়ে দুই পক্ষ আলোচনা চলছে।

প্রসঙ্গত, পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টাপাল্টি হামলা চলে। 
পি

বিজ্ঞাপন

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

বিজ্ঞাপন

https://www.facebook.com/rtvnews247

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |