ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

দিল্লিতে একদিনেই শনাক্ত বেড়েছে ৫০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০২ জানুয়ারি ২০২২ , ০৯:১৮ এএম


loading/img
ছবি সংগৃহিত

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটির দিল্লিতে একদিনেই শনাক্ত বেড়েছে ৫০ শতাংশ। শনাক্তের এই প্রবণতাকে সংক্রমণের শুরুর দিকের চেয়ে আশঙ্কাজনক মনে করা হচ্ছে। 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ওমিক্রনের প্রভাবেই দিল্লিতে গত কয়েক দিনে শনাক্ত বেড়েছে। হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ও জিম। 

এ ছাড়া অর্ধেক লোক দিয়ে সরকারি-বেসরকারি অফিস পরিচালনা, অর্ধেক যাত্রী বহনের শর্তে পাবলিক ট্রান্সপোর্ট চালু রাখা এবং রাতে কারফিউ জারির সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা আরও দরকার কি না, তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

তিনি বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। বাড়ির বাইরে বের হলেই মাস্ক পরতে হবে।

আরএ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |