গেল ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। সংঘর্ষের নবম দিন অতিবাহিত হচ্ছে আজ। এ সময়ের মধ্যে অন্তত তিনবার হত্যার চেষ্টা করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে।দ্য টাইমসের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।
টাইমস অব লন্ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কাছে রাশিয়ানদের দুটি পৃথক ভাড়াটে সন্ত্রাসী গোষ্ঠী জেলেনস্কিকে তিনবার হত্যার চেষ্টা করে। কিন্তু তাদের হত্যার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সচিব স্থানীয় টেলিভিশনে বলেন ‘আমি বলতে পারি যে আমরা (রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস) থেকে তথ্য পেয়েছি, তারা এই রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিতে চায় না।’
টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন-সমর্থিত ওয়াগনার গ্রুপ দুটি এই হত্যার পেছনে পরিকল্পনা করেছিল।যদি তারা সফল হতো তাহলে মস্কো হত্যার চক্রান্তে সরাসরি জড়িত থাকার বিষয়টি অস্বীকার করত।
একটি কূটনৈতিক সূত্র সংবাদপত্রকে জানায়, ‘একজন রাষ্ট্রপ্রধানের শিরচ্ছেদের মতো একটি উচ্চ-প্রোফাইল মিশন নিয়ে তারা সেখানে যাবে, যা রাশিয়ানরা অস্বীকার করতে চাইবে। রাশিয়ানদের জন্য এটিই হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় মিশন। এটি যুদ্ধে বড় ধরনের প্রভাব ফেলবে।’
টাইমস সূত্রে জানা গেছে, কিয়েভে এখনও ৪শ’র বেশি ওয়াগনার গ্রুপের সদস্য রয়েছে। যারা ২৪ জন কর্মকর্তাকে ‘হত্যার তালিকা’সহ ইউক্রেনে প্রবেশ করেছে।যাদের মৃত্যু ইউক্রেন সরকারে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
শনিবার কিয়েভের উপকণ্ঠে জেলেনস্কিকে হত্যার চেষ্টা করা হয়।
গত সপ্তাহে সংঘাতের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ৪৪ বছর বয়সী জেলেনস্কিকে কিয়েভ থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।
তিনি বলেন, ‘লড়াই এখানে, আমার গোলাবারুদ দরকার, রাইড নয়।’
উল্লেখ্য, ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং আরও এক হাজার ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে।
সূত্র : এএফপি, নিউইয়র্ক পোস্ট