ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ইউক্রেনে স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রে রুশ হামলা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক : আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ মার্চ ২০২২ , ০৯:১৩ এএম


loading/img
রুশ হামলায় ইউক্রেনের মেরেফা শহরে একটি স্কুল ভবন ধ্বংস হয়ে গেছে। ছবি: রয়টার্স

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মেরেফা শহরে একটি স্কুল ও একটি সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ২১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে এএফপি।

বিজ্ঞাপন

স্থানীয় কয়েকজন কৌঁসুলি জানান, গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) মেরেফা শহরের ওই স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রে রুশ বাহিনীর গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

ফেসবুক পোস্টে স্থানীয় এক কৌঁসুলি লিখেন, ইউক্রেনের শহর মেরেফায় বৃহস্পতিবার সকালের দিকে একটি স্কুল ও একটি সাংস্কৃতিক কেন্দ্রে গোলাবর্ষণ করে রুশ বাহিনী। এতে ২১ জন নিহত হন। আহতদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

ওই কৌঁসুলি জানান, গোলার আঘাতে  একটি বহুতল ভবনের জানালাগুলোও উড়ে গেছে। ভবনটি মাঝখানে ভেঙে গেছে। ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে দেশটির জরুরি সেবা বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

এদিকে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনে ৫২ শিশুসহ ৭০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে প্রকৃত নিহতের সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের পলিটিক্যাল অ্যাফেয়ার্সের প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

ডিকার্লো বলেন, হাসপাতাল ও স্কুলসহ শত শত আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ৭২৬ জন নিহত এবং একই সময়ে ৬৩ শিশুসহ ১ হাজার ১৭৪ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে।

সূত্র : আলজাজিরা, এএফপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |