ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে আগুন

ডয়চে ভেলে

মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ , ০১:৪৮ পিএম


loading/img
সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাস

সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে রোববার (২ জুলাই) গভীর রাতে আগুন দেওয়া হয়। স্থানীয় চ্যানেল দিয়া টিভির রিপোর্ট বলছে, রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে দূতাবাসে আগুন ধরানো হয়। তবে দমকল দ্রুত এসে সেই আগুন নেভায়। এই নিয়ে পাঁচ মাসের মধ্যে সান ফ্রান্সিসকো দূতাবাস দ্বিতীয়বার আক্রান্ত হলো।

বিজ্ঞাপন

তবে এবার আগুন লাগানোর ঘটনায় কোনো কর্মী আহত হননি। পরে খালিস্তানি সমর্থকরা একটা ভিডিও আপলোড করে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে আগুন লাগানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকা। এটা একটা অপরাধমূলক কাজ।

বিজ্ঞাপন

গত মার্চে এই দূতাবাসই আক্রমণ করেছিল খালিস্তানপন্থিরা। তখন ভারতে খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি করে পাঞ্জাব পুলিশ। সেসময় অমৃতপালের সমর্থনে দূতাবাসে হামলা করে খালিস্তানপন্থিরা।

তখন ভারতের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়। এবারও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এছাড়া সোমবার কানাডার রাষ্ট্রদূতকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে বলেছে, তারা যেন খালিস্তানিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। আগামী ৮ জুলাই কানাডায় খালিস্তানপন্থিদের ফ্রিডম মিছিল আছে। সেই পরিপ্রেক্ষিতে ভারত এই ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |