উইকিলিকসে সিআইএর হ্যাকিং সরঞ্জাম ফাঁস, মার্কিন কর্মকর্তার ৪০ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪ , ০৩:২০ পিএম


উইকিলিকসে সিআইএর হ্যাকিং সরঞ্জাম ফাঁসে কর্মকর্তার ৪০ বছর কারাদণ্ড
প্রতীকী ছবি

বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ও গোপন নথি ফাঁস করে আলোড়ন তোলা ওয়েবসাইট উইকিলিকসে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্টস এজেন্সির (সিআইএ) হ্যাকিং সরঞ্জাম ফাঁসের ঘটনায় সংস্থাটির সাবেক এক কর্মকর্তাকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিউইয়র্কের একটি আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ওই সিআইএ কর্মকর্তার নাম জোশুয়া শুল্টে বলে জানা গেছে। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থাটির সেন্টার ফর সাইবার ইন্টেলিজেন্স বিভাগে সফটওয়্যার ডেভেলপার হিসাবে নিযুক্ত ছিলেন। বিভিন্ন সংগঠন এবং বিদেশি সরকারের বিরুদ্ধে সাইবার গুপ্তচরবৃত্তি করে বিভাগটি। 

অবশ্য ২০১৮ সাল থেকেই কারাগারে আটক আছেন শুল্টে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রসিকিউটররা তাকে সিআইএয়ের ‘ভল্ট সেভেন’-এর টুল ফাঁস করার জন্য অভিযুক্ত করেছে। এই টুলসগুলো ব্যবহার করে স্মার্টফোন হ্যাক করতো গোয়েন্দা কর্মকর্তারা। 

বিজ্ঞাপন

আদালত জানায়, ২০১৭ সালে উইকিলিকসে প্রায় আট হাজার ৭৬১টি নথি শেয়ার করেছিলেন শুল্টে, যা সিআইএর ইতিহাসে সবচেয়ে বড় তথ্য লঙ্ঘন। এফবিআই তার কাছে থেকে শিশু নির্যাতনের ছবিও জব্দ করেছে।

তবে, ৩৫ বছর বয়সী সাবেক এই সিআইএ কর্মকর্তা বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন। এরপরও তাকে ২০২০, ২০২২ ও ২০২৩ সালে নিউইয়র্কে তিনটি আলাদা ফেডারেল বিচারে দোষী সাব্যস্ত করা হয়।

সর্বশেষ বৃহস্পতিবার তাকে গুপ্তচরবৃত্তি, কম্পিউটার হ্যাকিং, আদালত অবমাননা, এফবিআইকে মিথ্যা বিবৃতি দেওয়া ও শিশু নির্যাতনের ছবি রাখার অভিযোগে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হলো। 

বিজ্ঞাপন

মার্কিন অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস বলেছেন, জোশুয়া শুল্টে যুক্তরাষ্ট্রের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সবচেয়ে নির্লজ্জ ও জঘন্য অপরাধ করেছেন। নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission