রাশিয়ার হয়ে লড়তে গিয়ে ভারতীয় নাগরিকের মৃত্যু

ডয়েচে ভেলে

মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ , ০৮:০৬ পিএম


ভারতীয়
ছবি: সংগৃহীত

ইউক্রেনে নিহত ভারতীয় তরুণ রবি মৌনের পরিবার তার মরদেহ পাবার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন৷ ভারতের হরিয়ানা রাজ্যের বাসিন্দা ছিলেন রবি মৌন৷ তার পরিবারের দাবি, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে জোর করে লড়তে পাঠানোর পরই মৃত্যু হয় রবির৷

বিজ্ঞাপন

গত কয়েক মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বেশ কয়েকজন তরুণ ও তাদের পরিবার যোগাযোগ করেন৷ তাদের চাকরি ও পড়াশোনার টোপ দিয়ে রাশিয়ায় সামরিক বাহিনীতে ভর্তি করানো হয়েছে বলে অভিযোগ করেন তারা, জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা৷ ভারতীয়রা রাশিয়ার হয়ে লড়তে গিয়ে যেখানে প্রাণ হারান রবি মৌন, সেই একই সংঘর্ষে নিহত হন আরো চারজন৷

বার্তা সংস্থা রয়টার্সকে তার পরিবারকে জানায়, ২১ বছর বয়সী রবি জানুয়ারি মাসে এক দালালের মাধ্যমে রাশিয়ায় যান৷ পরিবহন খাতে চাকরির লোভ দেখিয়ে তাকে রাশিয়ায় নিয়ে যায় সেই দালাল৷ কিন্তু সেখানে পৌঁছানোর পরই তাকে ঠেলে দেওয়া হয় যুদ্ধের ময়দানে৷ ১২ মার্চ শেষবার পরিবারের সাথে কথা হয় রবির৷ তারপর থেকে রবির সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে তার পরিবার৷ সরকারকেও অনুরোধ করে তারা রবিকে খুঁজে বার করতে৷

বিজ্ঞাপন

কূটনৈতিক জটিলতা রবির ভাই সোনু মাটোর জানান, রাশিয়া থেকে রবির মরদেহ ফেরাতেও সরকারের সাহায্যের প্রয়োজন পড়বে তাদের৷

তিনি বলেন, আমাদের কাছে সেটার জন্য (মরদেহ ফিরিয়ে আনার জন্য) পর্যাপ্ত টাকা নেই৷ রবির রাশিয়া যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, যদি সে জানতো যে যুদ্ধ করতে হবে, তাহলে সে যেতো না... কেন যাবে যদি সে জানতো মৃত্যু তার জন্য অপেক্ষা করছে?

ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাস গত সপ্তাহে রবির পরিবারকে একটি চিঠির মাধ্যমে তার মৃত্যুর খবর জানায়৷ কিন্তু কীভাবে, কেমন পরিস্থিতিতে তিনি মারা গেছেন, সেই বিষয়ে কোনো তথ্য সেখানে দেওয়া হয়নি৷ 

বিজ্ঞাপন

সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখিত চিঠিটি লেখেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি গ্লোরিয়া ডুংডুং৷ সেখানে বলা হয়, রাশিয়ার তরফে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে৷ কিন্তু রয়টার্সকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতীয় দূতাবাস৷

বিজ্ঞাপন

কিছু দিন আগেই, রাশিয়া ভারতকে কথা দেয় যে, যেসব ভারতীয়কে প্রতারণার মাধ্যমে রুশ সামরিক বাহিনীতে নিযুক্ত করানো হয়েছে, তাদের মুক্ত করা হবে৷ ভারতে থাকা রাশিয়ার দূতাবাস কর্তৃপক্ষও বলেছিল, এ বিষয়ে দ্রুত সমাধানে পৌঁছাতে তারাও প্রতিশ্রুতিবদ্ধ৷ 

রাশিয়ায় মানবপাচারের সাথে জড়িত এমন অন্তত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতে৷ শ্রীলঙ্কা ও নেপালও জানিয়েছে, একই কায়দায় তাদের নাগরিকদেরও রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে৷

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission