ইসরায়েলের হামলার পর যা জানাল ইরান
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের তিনটি প্রদেশে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। প্রদেশ তিনটি হলো—ইলাম, খোজেস্তান ও তেহরান। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে তা নিশ্চিত করলেও তাদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত। খবর আল জাজিরার।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত দেশটির সামরিক বাহিনীর এ বিবৃতিতে বলা হয়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে হামলা প্রতিরোধ করা হয়েছে। তবে কিছু স্থানে হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। যেসব জায়গায় হামলা হয়েছে, তার ছবি প্রকাশ করা হয়নি। হতাহতের কথাও জানানো হয়নি।
এর আগে, ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরান ও পাশের কারাজ শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় চালু করা হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইসরায়েলি হামলার পর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে।
ইসরায়েলের হামলার পর দেশটির সব গন্তব্যে উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আরটিভি/ ডিসিএনই/এসএ
মন্তব্য করুন